“প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা !!!!
মাননীয় ICT মন্ত্রী-জনাব-মোস্তাফা-জব্বার স্যার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের ২১ জেলার “প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন” প্রকল্পের প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক সহ ও মাননীয় এম. পি ডা.এনামুর রহমান ,সাভার উপজেলা প্রশাসনের
মাননীয় UNO মহোদয় সহ সাভার উপজেলা কর্মকর্তা এবং স্থানীয় সুশীল সমাজ।
সাভারের এক মাত্র প্রতিষ্ঠান হিসাবে আইটি সার্ভিস প্রোভাইডার ট্রেইনিং প্রদানের এর সুযোগ পাই ইনোভাটিভ আইটি।